মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু


, আপডেট করা হয়েছে : 26-01-2023

মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ট্রেন চালু হওয়ার পর এবার পল্লবী স্টেশনে বিরতি দিয়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশনে ট্রেন থামে এবং যাত্রী নিয়ে আগারগাঁও স্টেশনে চলে যায়। সকাল ৮টার আগেই পল্লবী স্টেশনের তিনটি দরজা খুলে দেওয়া হয়। যাত্রীরা ৮টায় স্টেশনে প্রবেশ করেন।

স্টেশন কন্ট্রোলার মাসুদ রানা জুয়েল জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে উত্তরা স্টেশন থেকে পল্লবী স্টেশনে আসে ট্রেন। ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর যাত্রী নিয়ে আগারগাঁও স্টেশনের দিকে যাত্রা করে। সরজমিনে মিরপুরের পল্লবী স্টেশনে দেখা যায়, গতকাল স্টেশনে তেমন ভিড় ছিল না। স্টেশনের দুই অংশের ছয়টি টিকিট বিক্রয় মেশিনের একটি বন্ধ দেখা গেছে। স্টেশনে দায়িত্বরত কর্মীরা জানিয়েছেন, যাত্রী কম থাকায় স্টেশনে কারও কোনো ভোগান্তি ছিল না।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার