কড়া নিরাপত্তা আর তল্লাশীর মধ্য দিয়ে সরব হচ্ছে সভাস্থল


, আপডেট করা হয়েছে : 29-01-2023

কড়া নিরাপত্তা আর তল্লাশীর মধ্য দিয়ে সরব হচ্ছে সভাস্থল

দুপুর ২ টার দিকে রাজশাহীর ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮ টার দিক থেকেই নেতাকর্মীরা জনসভা স্থলে আসছে শুরু করেছে। নানান রঙ্গে সজ্জিত হয়ে আর স্লোগানে স্লোগানে জনসভার মাঠে যাচ্ছে সর্বসাধারণ ও নেতাকর্মীরা।

এই জনসভাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন।

সকাল থেকেই পুলিশ, র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী সাদা পোষাকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। জনসভায় প্রবেশের আগে পুলিশ-র‌্যাব তল্লাসী চালিয়ে সভাস্থলে প্রবেশ করাচ্ছে।

গেটে প্রবেশের আগে বাঁশ দিয়ে পৃথক লেন তৈরী করা হয়েছে । যাতে করে কেউ অরক্ষিত ভাবে বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য এই বাঁশের বেড়া ও লেন দেওয়া হয়েছে।

এছাড়াও রাজশাহী মহানগরীতে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও মহানগরীর ভেতরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বাস, মিনিবাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন পার্কিং ও নেতাকর্মীদের সভাস্থলে যেতে আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার