রাস্তার পাশে বসেই জনসভার ভাষণ শুনছেন নেতাকর্মীরা


, আপডেট করা হয়েছে : 29-01-2023

রাস্তার পাশে বসেই জনসভার ভাষণ শুনছেন নেতাকর্মীরা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হয়েছে। তবে ১১ টার মধ্যে ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার নেতাকর্মী জনসভার মাঠের পার্শ্ববর্তী শাহমখদুম ঈদগাহ মাঠে ও রাস্তার পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ী দোকানের বেঞ্চে বসে ভাষণ শুনছেন।

জনসভার সময় দুপুর দুইটা দেওয়া হলেও শেখ হাসিনা জনসভায় এখনো না আসায় কেন্দ্রীয় নেতা ভাষন দিচ্ছেন।

ঈশ্বরদি থেকে আগত সুরত আলী জানান, সকাল ৭ টায় এসেছি জনসভার মাঠে ঢুকে বের হয়ে আর ঢুকতে পারিনি। মাঠ পরিপূর্ণ হয়ে গেছে তাই বাইরে থেকেই ভাষণ শুনব বলে জানান।

নাটোর থেকে আসা আজমল জানান, কোন উপায় নেই মাঠ ভরপুর তাই বাইরে রাস্তায় বসে বক্তব্য শোনব বলে জানান।

চারঘাট থেকে আসা সজীব জানান, আমাদের আসতে দেরী হওয়ার জনসভার মাঠে প্রবেশ করতে পারিনি তাই বাইরে বসেই কথা শুনছি বলে জানান।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার