বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল


, আপডেট করা হয়েছে : 29-01-2023

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। সফরে ইংলিশরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

১ মার্চ আনুষ্ঠানিক সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে প্রস্তুতি ম্যাচগুলো। 

রোববার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারো এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন, ইংল্যান্ডের হেড অব ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা ঢাকা ও চট্টগ্রামে সব দেখেছেন।

বিসিবির এই সিইও আরও বলেন, আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল; কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ হচ্ছে না।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি

১ মার্চ প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার