রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ‘নগরের শিল্পী’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতায় এই আখ্যা দেন তিনি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ বলেন, অনেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে রাজশাহীর নগরপিতা বলেন। আমি বলি নগরের শিল্পী।
এছাড়া শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নগর ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ বলেন, ১৯৬২ সালের পর প্রথম রাজশাহীতে পা রাখলাম। রাজশাহীর আমূল পরিবর্তন ঘটেছে।
তিনি রাজশাহীর এই পরিবর্তনকে একজন শিল্পীর হাতের কারুকাজের সাথে তুলনা করে বলেন, এই পরিবর্তনের শিল্পী মেয়র।