রাজশাহীতে ফাঁড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আসামি আহত


, আপডেট করা হয়েছে : 01-06-2022

রাজশাহীতে ফাঁড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আসামি আহত

রাজশাহীতে গ্রেপ্তার হওয়ার পর পালানো জন্য পুলিশ ফাঁড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক আসামি আহত হয়েছেন। বুধবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।

এই আসামির নাম নাইমুল ইসলাম ওরফে রিয়াজ (২০)। তিনি নগরীর দড়িখড়বোনা এলাকায় নজরুল ইসলামের ছেলে।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, দুপুরে কয়েক পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ফাঁড়িতে নিয়ে নাম-ঠিকানা লেখার সময় বেলকনি থেকে নাইমুল লাফ দেন।

ওসি বলেন, ফাঁড়ির ইনচার্জ তাকে জানিয়েছেন দোতলার বেলকনি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন আসামি নাইমুল। তিনি লাফ দিয়ে পাশের একতলা ছাদে গিয়ে পড়ে আহত হন। এ সময় নিচে থাকা পুলিশ সদস্যরা গিয়ে তাকে আবার ধরে হাসপাতালে নিয়ে যান। আহত হলেও আসামি নাইমুলের শারীরীক অবস্থা সংকটাপন্ন নয় বলে জানান ওসি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার