সালেহা ইমারত কোল্ড স্টোরেজ হ্যালিপ্যাডে অবতরণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


, আপডেট করা হয়েছে : 16-02-2023

সালেহা ইমারত কোল্ড স্টোরেজ হ্যালিপ্যাডে অবতরণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের আমন্ত্রণে এক দিনের সফরে আসবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।


বাগমারার উদ্দেশ্যে সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজের হ্যালিপ্যাডে অবতরণ করবেন। ওই হেলিকপ্টারে মন্ত্রীর সঙ্গে থাকবেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বাগমারায় এই প্রথম ভবনের ছাদে তৈরিকৃত হ্যালিপ্যাডে অবতরণ করবে হেলিকপ্টার।


এক দিনের এই সফরের শুরুতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক ভবানীগঞ্জের চাঁনপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করবেন। পরে ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে তিনি আবারো সালেহা ইমারত কোল্ড স্টোরেজ হ্যালিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


বাগমারায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগমন ঘিরে এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার