২৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 20-02-2023

২৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১৯৯৫ সালে নেত্রকোনার কলমাকান্দায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা করেন।

ওই মামলার আসামি আবদুর রাজ্জাক ২৮ বছর ধরে পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হলো না তার। শনিবার রাতে তাকে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে র‌্যাব-৩ গ্রেফতার করে রোববার রাতে কলমাকান্দা থানায় হস্তান্তর করে।

পরে সোমবার সকালে পুলিশ আবদুর রাজ্জাককে নেত্রকোনা আদালতে প্রেরণ করে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, ১৯৯৫ সালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক এক কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করত। তার কুপ্রস্তাবে ওই কিশোরী রাজি না হলে রাজ্জাক তার সহযোগীদের দিয়ে তাকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ করে।

পরে তাকে হত্যা করে মরদেহ বস্তায় করে মাটিতে পুঁতে রাখে ঘাতকরা। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ১০ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা করেন।

ওই মামলায় আসামিদের মধ্যে দুজন পলাতক ছিলেন। বাকিদের আগেই গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।   


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার