জার্মান সংসদীয় প্রতিনিধিদল আসছে


, আপডেট করা হয়েছে : 20-02-2023

জার্মান সংসদীয় প্রতিনিধিদল আসছে

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যকে সামনে নিয়ে ছয় সদস্যের একটি জার্মান সংসদীয় প্রতিনিধিদল আগামী বুধবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছে।
জার্মান দূতাবাস থেকে জানানো হয়েছে, প্রতিনিধিদলটি বাংলাদেশের সংসদীয় ও নির্বাহী বিভাগ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের ৫০ বছরের দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীরতর করা, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে।


জার্মান-দক্ষিণ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন রেনাটে কানসাট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এতে আরো থাকবেন জার্মান-দক্ষিণ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার আন্দ্রে হান, ডেপুটি চেয়ার রিয়া শ্রুডার, জার্মান পার্লামেন্টের বাজেট কমিটির সদস্য পল লেহরেইডার, পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আন্দ্রেয়াস লারেম এবং অল্টারনেটিভ ফর জার্মানির এমপি ড. মালটে কফম্যান।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার