হকির সেমি ফাইনালে রাজশাহী মেয়েরা


, আপডেট করা হয়েছে : 27-02-2023

হকির সেমি ফাইনালে রাজশাহী মেয়েরা

ঢাকায় রাজশাহী মেয়েরা হকি টূর্ণামেন্টে ময়মনসিংহ হারিয়ে সেমি ফাইনালে উঠেছে। রোববার ঢাকার মাওনালা ভাসানী হকি স্টেডিয়ামে রাজশাহী দল টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

এদিন নির্ধারিত সময়ে উভয় দল প্রতিদ্বন্দ্বি দলের জালে ১টি করে গোল করতে সমর্থ হয়। এতে খেলা ড্র হয়ে টাইব্রেকিংএ গড়ায়। খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন দলের কোচ সিরাজ উদ্দিন, হাসিবুর রহমান টিংকু, জেলা ক্রীড়া সংস্থার রোজনুজ্জামান রোকন, তৌফিকুর রহমান রতন ও টীম ম্যানেজার হেলেন খান। মঙ্গলবার একই ভেন্যুতে সেমিফানালে চট্টোগ্রাম জেলার মুখোমুখি হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার