সিরিয়াকে ইরানের প্রকৃত বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান।
সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত শহর লাতাকিয়া পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর ইরনার।
হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ার পাশে আছে ইরান। তিনি বলেন, বাশার আল আসাদের সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর থেকেই ইরানের রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি) ও রেড ক্রিসেন্ট সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠাচ্ছে।
গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত সিরিয়ার শহর লাতাকিয়া পরিদর্শনে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
পরে তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করে ইরানের সহযোগিতা অব্যাহত রাখার কথা ঘোষণা করেন।