রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি বিশেষ ফিজিওথেরাপী ক্যাম্প। আশার প্রয়াত প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর স্মরণে এই ফিজিওথেরাপী ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আশার রাজশাহী জেলার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে এক হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সিনিয়র ফিজিওথেরাপিষ্ট এ রমহানের তত্বাবধানে আশার সাত সদস্যের ফিজিওথেরাপিষ্ট টিম এই চিকিৎসা কার্যক্রম পরিচালানা করবেন। একই সঙ্গে চিকিৎসা সেবা গ্রহনকারিদের মাঝে বিনামুল্যে বিভিন্ন চিকিৎসা উপকরণ বিতরণ করা হবে। এর অংশ হিসেবে প্রথম দিনে দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়।
সোমবার সকালে বড়গাছী বাজারে বিশেষ ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর, আশার ডিভিশনাল ম্যানেজার শ্যামল কুমার ধর, সবসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার রাজশাহী জেলা ম্যানেজার আব্দুর রাজ্জাক।