লরির সঙ্গে ধাক্কা, অটোচালকসহ ৫ যাত্রী নিহত


, আপডেট করা হয়েছে : 03-06-2022

লরির সঙ্গে ধাক্কা, অটোচালকসহ ৫ যাত্রী নিহত

ঢাকার কেরানীগঞ্জে মালবাহী লরির সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকার সার্ভিস রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোচালক মো. তমাল (১৮), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১),  মো. সামাদ (২১) ও মো. জনী (২৮)। 

এ ঘটনায় আহত আহাদ (২২) নামে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে মালবাহী লরিটি (ঝালকাঠি শ-১১-০০৩৭) সার্ভিস রোড থেকে ডানে যাওয়ার জন্য ঘুরছিল। এ সময় থানার দিক থেকে একটি সিএনজিচালিত (ঢাকা মেট্রো-থ ১১-৫৮৩০) অটোরিকশা এসে লরির পেছনের অংশের সঙ্গে প্রচণ্ডবেগে ধাক্কা খায়। 

এতে ঘটনাস্থলেই চালকসহ অটোর চার যাত্রী নিহত হন। বাকি দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপর যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আফজাল হেসেন জানান, লরিটি সার্ভিস রোড থেকে তেঘরিয়া রোডে ঘুরছিল, লরিটির গতি ছিল কম। এ সময় অটোচালক অতিরিক্ত গতিতে লরির পেছনের অংশে এসে ধাক্কা খায়। এতে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর লরিটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার