বঙ্গবাজারে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি


, আপডেট করা হয়েছে : 04-04-2023

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালককে (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে এই কমিটির সভাপতি করা হয়েছে।  অন্য সদস্যরা হলেন, দিনমনি শর্মা,  মো. শাহিন আলম, অধীর চন্দ্র ও মো. বজলুর রশিদ।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বঙ্গবাজার এলাকার মোট ছয়টি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও দুটি আংশিক পুড়েছে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক কয়েক হাজার কোটি টাকা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার