গরম থেকে পরিত্রাণ পেতে রাজশাহীর পুঠিয়ায় ও শিবপুর হাট এলাকায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রার্থনা করেছেন তারা।
বুধবার সকালে শিবপুর হাট এলাকায় এবং দুপুরে পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের পক্ষ থেকে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইসতিস্কার নামাজ (বৃষ্টি জন্য দোয়া) করা হয়। প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রানের জন্য দেশ ও জাতির কল্যাণে বিশেষ এই প্রার্থনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
জিএম হিরা বাচ্চু বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া এবং প্রচন্ড তাপমাত্রার কারণে দুই রাকাত নামাজ শেষে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করে এ নামাজ পড়েছি। এতে অনেক মুসল্লি অংশ নেন।