সিরিয়ায় ইসরাইলি ড্রোন ভূপাতিত


, আপডেট করা হয়েছে : 22-04-2023

সিরিয়ায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

ইসরাইলের একটি ড্রোন সিরিয়ার আকাশে আগ্রাসনের সময় এটিকে ভূপাতিত করার খবর পাওয়া গেছে।

ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র এলিশা বেন কিনন বলেছেন, সিরিয়ার আকাশসীমায় উড়ে যাওয়ার সময় ইসরাইলের একটি সামরিক ড্রোন সিরিয়ার একটি এলাকায় বিধ্বস্ত হয়েছে।খবর আনাদোলুর।

তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।একইসঙ্গে বিধ্বস্ত ড্রোনের ধরন জানানোর বিষয়ে অস্বীকার করে তিনি দাবি করেন যে এই ড্রোন থেকে তথ্য ফাঁসের কোনো ঝুঁকি নেই।

সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বারবার বিমান হামলা করে আসছে, যা সর্বদাই দেশটিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটিয়ে আসছে।

সিরিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অব্যাহত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে অবশেষে এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর অন্য সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার