আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন জনশক্তি গড়ে তোলা হবে:প্রধানমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 04-05-2023

আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন জনশক্তি গড়ে তোলা হবে:প্রধানমন্ত্রী

স্মার্ট জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন জনশক্তি গড়ে তোলা হবে। বাংলাদেশ কখনও পিছিয়ে থাকবে না।

মঙ্গলবার (২ মে) ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র-আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, অনেকে ভাবেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তবে শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে। গড়ে তোলা হবে দক্ষ জনশক্তি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার