পুতিনের বাসভবনে হামলা: ইউক্রেনকে পাল্টা যে হুশিয়ারি দিল রাশিয়া


, আপডেট করা হয়েছে : 06-05-2023

পুতিনের বাসভবনে হামলা: ইউক্রেনকে পাল্টা যে হুশিয়ারি দিল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে ইউক্রেনের শত্রুতামূলক ড্রোন হামলার চেষ্টার কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি দিল রাশিয়া।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ হুশিয়ারি দেন। 

তিনি বলেন, এটা সম্পূর্ণভাবে শত্রুতাপূর্ণ কাজ এবং এটি পরিষ্কার যে, কিয়েভের সন্ত্রাসীরা তাদের প্রভুদের না জানিয়ে এই কাজ করেনি।

বৃহস্পতিবার ভারতে সাংহাই সহযোগিতা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লাভরভ।

মঙ্গলবার রাতে দুটি ড্রোন প্রেসিডেন্ট পুতিনের বাসভবনের ওপর বিস্ফোরিত হয়। রাশিয়ার সামরিক বাহিনী ইলেক্ট্রনিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ড্রোন দুটি অকার্যকর করে দেয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইউক্রেন এ হামলা চালিয়েছে। ড্রোন হামলার জন্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হলেও দুদেশই এর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন ত্রিমিত্রি পেসকভ।

তিনি বলেন, আমরা ভালোভাবেই জানি যে, এ ধরনের সন্ত্রাসী তৎপরতার সিদ্ধান্ত কিয়েভে নয়; বরং ওয়াশিংটনে হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার