বাইডেনের সৌদি আরব ও ইসরাইল সফর স্থগিত


, আপডেট করা হয়েছে : 05-06-2022

বাইডেনের সৌদি আরব ও ইসরাইল সফর স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে।

জুনে দেশ দুটিতে বাইডেনের সফরের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসে জুলাইয়ে মধ্যপ্রাচ্য সফরে যাবেন। খবর এনবিসির।

এ সফরে ইসরাইল ছাড়াও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ওই বৈঠকে এ পরিষদের বাইরের যে তিন দেশ অংশগ্রহণ করবে সেগুলো হলো— ইরাক, জর্দান ও মিসর।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মূল সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান।

হোয়াইট হাউস গত শুক্রবার জানিয়েছিল, এই পরিষদের বৈঠক চলতি জুন মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। কিন্তু শনিবার হঠাৎ করে এ সফর পিছিয়ে দেওয়া হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার