এলপি গ্যাসের দাম কমল


, আপডেট করা হয়েছে : 01-06-2023

এলপি গ্যাসের দাম কমল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে।  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই বোতলের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। বিইআরসি প্রতিমাসে গ্যাসের নতুন দাম ঠিক করে দেয়।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রতি কেজি এলপি গ্যাসের দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এই হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে।

বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার