কারওয়ানবাজার সরাতেই হবে : আতিকুল ইসলাম, মেয়র, ডিএনসিসি


, আপডেট করা হয়েছে : 10-06-2023

কারওয়ানবাজার সরাতেই হবে : আতিকুল ইসলাম, মেয়র, ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, একটা শহরের
প্রাণকেন্দ্রে কোনোভাবেই পাইকারি বাজার থাকতে পারে না। বেইজিংসহ বিশ্বের কোথাও শহরের ভেতরে পাইকারি বাজার নেই। শহরগুলোর বাইরে পাইকারি বাজার আছে। সেখান থেকে ট্রলিতে করে সেসব পণ্য এনে খুচরা বাজারগুলোতে নিয়ে যাওয়া হয়। আমরাও সেটাই করব। শহরের প্রাণকেন্দ্র থেকে কারওয়ান বাজার সরাতেই হবে। এটি সরানোর কোনো বিকল্প নাই। গতকাল শুক্রবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, কারওয়ান বাজারের ভবনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অগ্নিঝুঁকি, বৈদ্যুতিক ঝুঁকি, ভবন ঝুঁকি সবদিক দিয়েই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই ব্যবসায়ীদের কারওয়ান বাজার থেকে সরতেই হবে। তাদের জন্য আমরা আমিনবাজার আর যাত্রাবাড়ীতে অত্যাধুনিক দুটি পাইকারি বাজার তৈরি করেছি। সেখানেই তাদের স্থানান্তর করা হবে। আমরা তাদের ব্যবসার সুবিধার্থে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল থেকে যেসব সবজি আনা হবে সেগুলো যাত্রাবাড়ীতে যাবে। আর উত্তরাঞ্চল থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে যেসব পণ্য আসবে সেগুলো যাবে আমিন বাজারে। তার বক্তব্য আমাকে পালন করতেই হবে। কারণ একটা শহরের মাঝে পাইকারি বাজার থাকতে পারে না। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, সবার আগে ঢাকাকে আমাদের স্মার্ট করতে হবে। আমরা শহরের প্রত্যেকটা বাজারকে আধুনিক করতে চাই।
ডিএনসিসি মেয়র বলেন, আমরা ১১ সদস্যের একটা কমিটি করেছি। কমিটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, নতুন মার্কেটগুলোর সভাপতি, কারওয়ান বাজার ব্যবসায়ীদের প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধিরাও আছেন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি তাদের রিপোর্ট দেবে। এরপর আমরা আমাদের কার্যক্রম শুরু করব। ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলোচনা করেই সব করব। তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করব। সবজি বাজারটা আমরা এই নতুন দুটি বাজারে নেবই। এরপর আমরা ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন পরিকল্পনা করে নগরবাসীর জন্য ভালো কিছু করতে পারব। তবে হ্যাঁ, পাইকারি বাজার সরলেও এলাকাবাসীর সুবিধার্থে এখানে খুচরা বাজার থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার