রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


, আপডেট করা হয়েছে : 11-06-2023

রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত আলী (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।


শনিবার ১০ জুন))  দুপুর ২ দিকে উপজেলার জগদল সীমান্তের ৩৭৪/১ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত- জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মহিউদ্দীনের ছেলে। 


স্থানীয়রা জানান, জিন্নাত আলী ও তার সঙ্গীরা ওইদিন দুপুরে বাড়ির অদূরে ভারতের সীমান্তে ঢুকে ঘাস কাটছিলেন। পরে নাগর নদীতে ঘাস পরিস্কার করে তিনি

 বাংলাদেশ সীমান্ত এলাকায় পৌঁছেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জিন্নাত মারাত্মক ভাবে গুলিবিদ্ধ হন। তাকে ঠাকুরগাঁও নেয়ার পথে তিনি মারা যান।


রাণীশংকৈল থানার  ওসি গুলফামুল ইসলাম জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জগদল ক্যাম্পের কমান্ডার আব্দুল মোমিন জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ এবং  পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার