করোনায় আরও ৭৪৭ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৭ হাজার


, আপডেট করা হয়েছে : 07-06-2022

করোনায় আরও ৭৪৭ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৭ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ২৭৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪৫২ জন।


এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ২১ হাজার ৪২১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৭৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫০ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ১০২ জন।


মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।


করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ হাজার ৪৬৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৮৩০ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ২৬ লাখ ৭১ হাজার ৫২৪ জন।


ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৬২ জনের। তবে এ সময়ে দেশটিতে কারো মৃত্যুর খবর ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায়নি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৯৯৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৪ হাজার ৭১ জন।


এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৫০ জন, ইতালিতে ৭০ জন, জাপানে ১৭ জন, রাশিয়ায় ৬৪ জন, তাইওয়ানে ১৫১ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৩৩ জন।


এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার