চার ঘণ্টায় রাজশাহী-সিলেটে ভোট পড়েছে ২০ শতাংশ : ইসি রাশেদা


, আপডেট করা হয়েছে : 21-06-2023

চার ঘণ্টায় রাজশাহী-সিলেটে ভোট পড়েছে ২০ শতাংশ : ইসি রাশেদা

ভোট শুরুর পর প্রথম চার ঘণ্টায় রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন সিটিতে ভোট পড়েছে ২০ শতাংশ। দিন শেষে সব মিলিয়ে ৪০ শতাংশের বেশি ভোটগ্রহণ কাস্ট হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।


বুধবার (২১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন চার ঘণ্টা পর্যবেক্ষণ করে এসব তথ্য জানান তিনি।


বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। চার ঘণ্টায় ২০ শতাংশের মতো ভোট পড়েছে। আর দুই সিটিতে সব মিলিয়ে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন এ কমিশনার।


তিনি বলেন, আমরা সকাল থেকে যা দেখতে পাচ্ছি সার্বিক অবস্থা ভালো। রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু বৃষ্টির গতিটা কম। বৃষ্টি হলেও ভোটের কাস্টিং বন্ধ ছিল না। ভোটার উপস্থিতি এখনো ভালো। কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। কারো কাছ থেকে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই।


প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এজেন্ট বের করে দেওয়ার তথ্য আমাদের কাছে নেই। অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।


ভোটার উপস্থিতি সম্পর্কে ইসি বলেন, এখনি ভোটার উপস্থিতির বিষয়ে সঠিকভাবে বলা কঠিন। আমাদের ধারণা ৪০ শতাংশের মতো পড়তে পারে। ধারণা থেকে বলছি, এটি নিশ্চিত কোনো তথ্য নয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার