নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 24-06-2023

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নান্দাইলে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শামিম মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বিষয়টি নিশ্চিত করেন।


শামীম মিয়া রসুলপুর গ্রামে আব্দুল কাদিরের ছেলে।


স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে শামীম মিয়া বাড়ির কাছের মৎস্য খামারে পানির সেচ দিতে যান। সেখানে পাম্প চালু করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে চিৎকার দেন। পরে পরিবারের লোকজন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করলেও ঘটনাস্থলেই শামীম মিয়ার মৃত্যু হয়।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার