২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৩৩:২৫ অপরাহ্ন
বিনামূল্যে হেলমেট দিলেন আরএমপি কমিশনার
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২২
বিনামূল্যে হেলমেট দিলেন আরএমপি কমিশনার

রাজশাহীতে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুন) বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ও সাহেববাজার জিরোপয়েন্টে এই হেলমেট বিতরণ করা হয়।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে তা ব্যবহারের অনুরোধ জানান। মোটরসাইকেল চালকের পাশাপাশি তিনি আরোহী অন্য ব্যক্তিকেও হেলমেট পরিয়ে দেন। বাদ পড়েননি নারীরাও।

এ সময় নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপকমিশনার সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

হেলমেট বিতরণ শেষে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ঈদের সময় দুর্ঘটনায় অনেকে মারা গেছেন হেলমেট না পরার কারণে। অনেকে গুরুতর আহত হয়েছে। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। তারপরও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য সচেতনতা সৃষ্টিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সপ্তাহজুড়েই তারা প্রায় ৫০০ হেলমেট বিতরণ করবেন। এরপর এ বিষয়ে কঠোর হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন