২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:২৮:৫০ পূর্বাহ্ন
শ্রীলংকায় সপ্তাহে তিন দিন সরকারি ছুটি ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
শ্রীলংকায় সপ্তাহে তিন দিন সরকারি ছুটি ঘোষণা

অর্থনৈতিক সমস্যা ও জ্বালানি সংকটে বিপর্যস্ত শ্রীলংকায় সরকারি সাপ্তাহিক বন্ধ দুইদিনের বদলে তিন দিন করা হয়েছে। খবর বিবিসির।

অবশ্য এ  সুবিধার বাইরে রাখা হয়েছে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের।

তারা বাদে অন্য কর্মচারীরা সবাই এখন সপ্তাহে তিনদিন ছুটি কাটাবেন।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করে।

আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে।

দেশটির সিনিয়র মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রবিবার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি কাটাবেন।

এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন যা দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে। এমন চিন্তা থেকেই ছুটির দিনের সংখ্যা বাড়ানো হয়েছে।

এদকে শ্রীলংকায় গত কয়েকদিন ধরে আর্থিক সংকট চলছে। এরফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না সরকার। 

এ অর্থনৈতিক সমস্যার জেরে সরকার বিরোধী আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। এর ফলে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাকাপাকসে।

শেয়ার করুন