২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:৫৫:২৫ অপরাহ্ন
নির্দেশনা উপেক্ষা করে চারঘাটে বেশি দামে মাংস বিক্রি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২১
নির্দেশনা উপেক্ষা করে চারঘাটে বেশি দামে মাংস বিক্রি ফটো ক্যাপশন

রাজশাহীর চারঘাটে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশি দরে বিক্রি হচ্ছে গরু ও মহিষের মাংস। ঈদকে সামনে রেখে এক ধরনের অসাধু বিক্রেতারা হঠাৎ দাম বাড়িয়ে দিয়ে মাংস বিক্রি করছে বলে অভিযোগ করেন পল্লি বিদ্যুৎ মোড়ের মাংস ক্রেতারা।

বৃহস্পতিবার (১৩ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চারঘাট বাজার, পল্লি বিদ্যুৎ মোড়, সারদা বাজার, ট্রাফিক মোড়, নন্দনগাছি বাজারসহ বিভিন্ন মোড়ে ঈদুল ফিতরকে সামনে রেখে গরু, মহিষের মাংস বিক্রি হচ্ছে। প্রতিটি মোড়ে গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা ও মহিষের মাংস প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।

অথচ উপজেলা টাস্কফোর্স কমিটির সভার কার্যবিবরণী অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা এবং মহিষের মাংস ৪৮০ টাকা থেকে ৫২০ টাকা নির্ধারণ করা হয়। উপজেলা টাস্কফোর্স কমিটি মাংসের দাম নির্ধারণ করে দিলেও তা মানছে না মাংস বিক্রেতারা।

শেয়ার করুন