২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:৪০:৪৯ অপরাহ্ন
সৌদি আরব যাচ্ছেন জো বাইডেন
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
সৌদি আরব যাচ্ছেন জো বাইডেন

হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার অফিসিয়ালি জানানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব সফরে যাচ্ছেন। 

তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। 

জুলাইয়ের মাঝামাঝি সময়ে হবে এ সফর। 

তবে সৌদি আরব সফরে গেলেও জ্বালানি নিয়ে বড় কোনো কিছুর সুরাহা হবে না বলে জানিয়েছে গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। 

জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ১৩-১৬ জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। প্রথমে তিনি যাবেন ইসরাইলে। এরপর যাবেন ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে। সর্বশেষ তিনি যাবেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। 

মোহাম্মদ বিন সালমান প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন। 

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রিন্স সালমানের তীব্র সমালোচনা করেছিলেন বাইডেন। তিনি সৌদি আরবকে শিক্ষা দেওয়ার কথাও জানিয়েছিলেন। 

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতেও সায় দিয়েছিলেন জো বাইডেন এবং নিচের সারির বেশ কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। 

এদিকে বাইডেনের এ সফরের তারিখ ঘোষণার আগ থেকেই মানবাধিকার কর্মীরা এর সমালোচনা করে আসছেন। 

তারা বলছেন, একজন হত্যাকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাত মেলাবেন যা সমীচিন হবে না। 

শেয়ার করুন