২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:৫১:০৬ অপরাহ্ন
১০ লাখ মুসল্লি নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২২
১০ লাখ মুসল্লি নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার (৬ জুন) লাখ লাখ মুসল্লি ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে কাবা শরীফ প্রদক্ষিণ (তাওয়াফ) করেন। 


আরাফাতে প্রধান আনুষ্ঠানিকতা সামনে রেখে বৃহস্পতিবার (৭ জুলাই) হজযাত্রীরা মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মিনায় সুবিশাল তাঁবুর শহরে যাবেন। আরাফাতে হজরত মুহম্মদ (স.) শেষ খুতবা বা চূড়ান্ত উপদেশ দিয়েছিলেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। খবর আরব নিউজের।


হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় ২৩টি হাসপাতাল এবং ১৪৭টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।


hajj

এ ছাড়া মিনায় হজযাত্রীদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ও ২৬টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রয়েছে। রোগীদের নিবিড় পরিচর্যার জন্য এক হাজারেরও বেশি শয্যা রয়েছে এবং বিশেষ করে হিটস্ট্রোক করা রোগীদের জন্য ২০০টিরও বেশি শয্যা রয়েছে। একই সঙ্গে ২৫ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী কেউ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।


২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপরে মহামারি সংখ্যা হ্রাস করতে বাধ্য করেছিল।


২০২১ সালে মাত্র ৬০ হাজার সম্পূর্ণ টিকাপ্রাপ্ত সৌদির বাসিন্দা হজে অংশ নিয়েছিল, যা ২০২০ সালে ছিল মাত্র কয়েক হাজার।

শেয়ার করুন