২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৪৪:০৭ পূর্বাহ্ন
হঠাৎ আদালতে সিনহা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২২
হঠাৎ আদালতে সিনহা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত

হঠাৎ কক্সবাজার আদালতে আনা হয়েছে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে।

রোববার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান জানান, টেকনাফ থানায় কর্মরত থাকাকালীন একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। সেই মামলার সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে কক্সবাজার কারাগারে আনা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় ছয়জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়।

শেয়ার করুন