২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন আজ জামিন পেলেন সাবেক এমপি আরজু
রাজশাহীতে আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়!
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
রাজশাহীতে আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়!

রাজশাহীর আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মহানগরীর কলাবাগান এলাকার এই প্রতিষ্ঠানটিকে তাই ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।  

বুধবার (৩ আগস্ট) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই অভিযান চালায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই ডায়াগনস্টিক সেন্টারে তদারকির করা হয়।  

এ সময় রোগ নির্ণয়ের জন্য ল্যাবের ভেতর মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়।

এর দায়ে আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া আলাদা অভিযানে লাইসেন্স-বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পাশের ঘোষপাড়া এলাকার ইসলাম ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

শেয়ার করুন