২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৭:২৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
পাবনার সাঁথিয়ায় ছেলের লোহার রডের আঘাতে বৃদ্ধ পিতা আহত
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
পাবনার সাঁথিয়ায় ছেলের লোহার রডের আঘাতে বৃদ্ধ পিতা আহত ছবি সংগৃহীত।

পাবনার সাঁথিয়ায় আফতাব মোল্লা (৮০) নামে বৃদ্ধ বাবার মাথা ফাটালেন কামরুল ইসলাম (৪৭)। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড সাঁথিয়া ফকিরপাড়া গ্রামে।কামরুল সাঁথিয়া ইসলামী ব্যাংকের বুথের গার্ডের চাকুরী করে।

কাবাসী জানা যায়, আফতাব মোল্লার সাথে ছেলে কামরুলের দীর্ঘদিন ধরে ভরণ পোষন এবং পারিবারিক টখাটো বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে গত বুধবার সকালে বাবা ও ছেলের মধ্যে কথা টা-কাটির এক পর্যায়ে কামরুল বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এর পর তার ছেলে মুল (২১) এবং স্ত্রী সীমা খাতুন লাঠি দিয়ে মার-পিট করলে সে গুরুতর আহত হয় এবং মাথা ফেটে যায় ড়ির প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে। আফতাব মোল্লার অবস্থার অবনতি হওয়ায় সাঁথিয়া হাসপাতালে চাকে ভর্তি করা হয়। এর আগেও সে একাধিকবার বাবাকে মারপিট করে।

শেয়ার করুন