০৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ০৭:৫৭:৩৭ অপরাহ্ন
সেনবাগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২২
সেনবাগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ আটক ৫

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ সেনবাগের আজিজপুর, অর্জুনতলা ও মোহাম্মদপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমরান ও মোহাম্মদপুর ইউনিয়নের ইউপি সদস্য এবং ওই ইউপির ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রাজু রয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেচ্ছসেবকদল ও ছাত্রদল নেতাসহ পাঁচজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন