২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৭:৩১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২২
গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আহসান (১৪) নামের এক যুবক নিহত হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর উনুপনগর গ্রামের মজিবুর রহমানের পুত্র।

সোমবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার অভায়া কামারপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী আলী আহসান গোদাগাড়ীর দিকে থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো আর একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। কামারপাড়া অভায়া ব্রিজের নিকট ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী আহসান নিহত হয়।

এই ঘটনায় ট্রাক পালিয়ে গেলে সুলতানগঞ্জ বাজারে স্থানীয়রা ট্রাক ও হেলপার কে আটক করে।

ওসি আরো বলেন, এই ঘটনায় ঘটনাস্থলে আছি । নিহতের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান।

শেয়ার করুন