২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:৩৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
ব্যক্তিগত সফরে শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
ব্যক্তিগত সফরে শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মাসেতু হয়ে সড়ক পথে ব্যক্তিগত সফরে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, ‘শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন। কিন্তু কখন যাবেন এই বিষয়ে কিছু জানি না।’

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সফরে আগামীকাল সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাবেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যেতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনই ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলেও জানা যায়।

এর আগে গত ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যান। সেই সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরাও গিয়েছিলেন।

শেয়ার করুন