০৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১২:০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বেড়া মডেল থানা
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২২
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বেড়া মডেল থানা

গতকাল ১৭  আগস্ট,২০২২ পাবনা জেলা পুলিশ লাইনস শহীদ এএসআই আবদুল জলিল মিলনায়তনে পাবানা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও পরবর্তীতে পুলিশ  সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা।

 উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এ সময় জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) , জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল, জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, জনাব রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সূজানগর সার্কেল, পাবনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

সভায় জুলাই মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা। এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে  সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৩ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার  প্রদান করেন পুলিশ সুপার পাবনা।

জুলাই/২০২২ খ্রিষ্টাব্দ মাসের পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ

শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, (অতিরিক্ত দায়িত্বে ঈশ্বরদী সার্কেল) পাবনা।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ, বেড়া মডেল থানা, পাবনা।

শ্রেষ্ঠ এসআই(নি.), মোঃ শামীম রেজা, এসআই(নি.), বেড়া মডেল থানা, পাবনা।

শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্যামলাল এক্কা, সার্জেন্ট, সদর ট্রাফিক, পাবনা।

শ্রেষ্ঠ এএসআই(নি.), অমল চন্দ্র বর্মন, এএসআই (নি.), বেড়া মডেল থানা, পাবনা।

শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক(নি.), ডিএসবি, পাবনা।

রেশন স্টোরে সঠিকভাবে রেশন বিতরণ ও তার উপর অর্পিত সরকারী দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, এসআই(নি.), রেশন স্টোর, পাবনা।

শ্রেষ্ঠ কনস্টেবল মোঃ আতিকুর রহমান, কনস্টেবল/৯৬৯, ডিবি, পাবনা।

শেয়ার করুন