২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৯:১৪ অপরাহ্ন
কুমিল্লার নাশকতার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২২
কুমিল্লার নাশকতার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন কুমিল্লার নাশকতার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালে ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহণের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন আরও ২০ জন। ওই ঘটনায় দুটি মামলা করা হয়।

শেয়ার করুন