২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১০:৩৯:০২ পূর্বাহ্ন
সাইকেলে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২২
সাইকেলে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

শেরপুরের নকলায় বাই সাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. হানিফ উদ্দীন (৪০) ও তার ছেলে মো. পিয়াস (১০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মুশফিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা শহরের উকিলপট্টির রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেণিতে পড়ে পিয়াস। প্রতিদিনের মত বাড়ি থেকে বাই সাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছেলে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসে। আজ সকাল পৌনে ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এসময় বাই সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিয়াস।

ওসি বলেন, হানিফ বাই সাইকেলে করে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে তারা নিহত হন। তাদের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ট্রাক আটক করা হয়েছে তবে চালক পালাতক। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন