২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০০:৫৭ অপরাহ্ন
পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২২
পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে রোববার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৬১ কিলোমিটার গভীরে। খবর আরব নিউজের।

 

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর দ্বীপ দেশটিতে ওই শক্তিশালী আঘাত হানে।


এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে বহু ভবন প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।


পাপুয়া নিউ গিনিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে শনিবার দিবাগত রাত ২টায়। দ্বিতীয় ভূমিকম্পটি এক ঘণ্টা পর আঘাত হানে।


ভূমিকম্প আঘাত হানা পাপুয়া নিউ গিনির কাইনানতু শহরটিতে ১০ হাজার মানুষের বসবাস।

শেয়ার করুন