০২ অক্টোবর ২০২৩, সোমবার, ১১:২০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
ট্রেনে কাটা, প্রাণ গেল যুবকের
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২২
ট্রেনে কাটা, প্রাণ গেল যুবকের

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে রাশিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী-ভৈরব রেলসড়কে‌ বাসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদুল ইসলাম সিরাজগঞ্জের নওদা এলাকার নূর আলমের ছেলে। তিনি বাসুগাঁও এলাকায় একটি পোশাক কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম শুক্রবার অফিস ছুটির পর রাত সাড়ে ৮টার দিকে বাসুগাঁও এলাকায় রেলসড়কের উত্তরপাশের লাইন দিয়ে হেঁটে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেন বাসুগাঁও এলাকা অতিক্রম করছিল। সেই সময় রাশিদুল ইসলাম ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, খবর‌ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন