১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫৩:২৩ অপরাহ্ন
যুদ্ধ-সংঘাত নয়, আমরা শান্তি চাই: প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
যুদ্ধ-সংঘাত নয়, আমরা শান্তি চাই: প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতির উপর 'বিরাট প্রভাব' ফেলেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ যুদ্ধ-সংঘাত নয়, শান্তি চায়।

‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২’ উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

মহামারির বিপদ না কাটতেই ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্ব যে নতুন সঙ্কটে পড়েছে, সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে সারা বিশ্বের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব ফেলেছে।… আমরা কোনো সংঘাত চাই না, যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, সেটাই আমাদের কাম্য। 

শেয়ার করুন