২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫০:০৩ অপরাহ্ন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

সড়ক মেরামতের কাজ চলায় রাজধানীর উত্তরায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ধীরগতিতে চলছে গাজীপুর থেকে এয়ারপোর্টগামী হাজারো যানবাহন।

জানা যায়, এয়ারপোর্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিআরটি প্রকল্পের সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের বিষয়ে উত্তরার আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই) পান্নু মিয়া যুগান্তরকে জানান, এয়ারপোর্টে বিআরটি প্রজেক্টে ভাঙা রাস্তা মেরামতের কাজ চলছে। সকালে কাজ শুরু হওয়ার পর থেকে আমরা এক লেনে গাড়ি চালু রাখছিলাম। কিন্তু যানজট বাড়তে বাড়তে গাজীপুর পর্যন্ত চলে গেছে।

যানজটের কারণ জানতে চাইলে এয়ারপোর্ট জোনের সহকারী ট্রাফিক পুলিশ কমিশনার সাখাওয়াত হোসাইন যুগান্তরকে জানান, এয়ারপোর্ট পুলিশ বক্সের সামনে বিআরটি প্রকল্পের রাস্তা মেরামতের কাজ চলছে। এ কারণে গাজীপুর থেকে ঢাকাগামী যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। তবে এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুরে যাওয়ার রাস্তা চালু আছে। এয়ারপোর্টে রাস্তা ঢালাই দেওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারছে না। সেটি শুকাতে আরও সময় লাগবে।

শেয়ার করুন