২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:৪৪:৩৮ অপরাহ্ন
টানা ষষ্ঠ দিনে করোনায় মৃত্যু নেই দেশে, কমেছে শনাক্ত
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২২
টানা ষষ্ঠ দিনে করোনায় মৃত্যু নেই দেশে, কমেছে শনাক্ত

টানা ষষ্ঠ দিনের মতো করোনাভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি।  শনাক্ত রোগীও কমেছে। গত একদিনে ২২ জন রোগী শনাক্ত হয়েছে; যা আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম।  শুক্রবার দেশে ৪৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন নতুন রোগী শনাক্ত করা হয়। শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জন হয়েছে। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত এক দিনে দেশের ৬১টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। এ সময়ে ৪৪টি জেলায় কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৯ হাজারের বেশি মানুষ। সারা বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ৪৭ লাখ।

শেয়ার করুন