০৬ ডিসেম্বর ২০২৩, বুধবার, ০৮:১৩:৫৮ পূর্বাহ্ন
বিরতির আগে পর্তুগালের জালে মরক্কোর এক গোল
স্পোর্টস ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২২
বিরতির আগে পর্তুগালের জালে মরক্কোর এক গোল

কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে পর্তুগাল। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। ইউসুফ আন নাসেরির করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল আফ্রিকান দলটি।

আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে পর্তুগাল একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও আক্রমণে এগিয়ে ছিল মরক্কান ফুটবল দলটি। পুরো ম্যাচের কেবল ৩৪ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে আফ্রিকান দলটি। আর পর্তুগালের গোলবারে মোট শট নিয়েছে দুটি। এতে গোলের দেখা পেয়েছে একটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় জুড়ে নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয় পর্তুগালের ফুটবলাররা। আর মরক্কোর গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি। কিন্তু পায়নি গোলের দেখা।

পর্তুগাল একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

দিয়েগো কস্তা, রুবেন দিয়াস, পেপে, রাফায়েল গুরাইরো, দিয়েগো দালোত, রুবেন নেভেস, বার্নান্দো সিলভা, ওটাভিও, গঞ্জাসো রামোস, জাও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দোস।

মরক্কো একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

ইয়াসিনে বৌনৌ, রোমাইন সাইস, জায়েদ আল ইয়ামিক, আতিয়াতাল্লাহ, আশরাফ হাকিমি, সোফিয়ান আম্বারাত, সেলিম আমাল্লা, আজেদিন ওনাহি, ইউসুফ আন নেসারি, সোফিয়ান বৌফাল ও হাকিম জিয়েচ।

শেয়ার করুন