১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:০৫:৩৩ পূর্বাহ্ন
মহানগরীতে সক্রিয় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
মহানগরীতে সক্রিয় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় সুবহানাল্লাহ ট্রেড হাউস নামক শো-রুমে ব্যাটারি চুরির অভিযোগে সক্রিয় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চোরাই ১৭ টি ১২ ভোল্টের চোরাই ব্যাটারি উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া পশ্চিমপাড়ার (অচিনতলা) শরিফুল ইসলাম মির্জার ছেলে মো: সেলিম মির্জা (২২), আলীগঞ্জ আকসা নগরের মৃত আক্তা হোসেনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৪২) এবং বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মো: আজিম শেখের ছেলে মো: ইমন (২৪)।

ঘটনা সূ্ত্রে জানা যায়, গত ১ মে হতে ৬ মে ২০২২ পর্যন্ত পবিত্র ঈদু-উল-ফিতরে ছুটিতে বন্ধ থাকা সাগরপাড়ার সুবহানাল্লাহ ট্রেড হাউস নামক শো-রুম হতে প্রায় পৌনে ৬ লক্ষ টাকা মূল্যের ইজিবাইকের নতুন ৪৫টি ১২ ভোল্ট ব্যাটারী এবং অটোভ্যান গাড়ীর পুরাতন ৫৭টি ১২ ভোল্ট ব্যাটারী চুরি হয়। নগরীর সাগরপাড়ার এসএম মনিরুজ্জামান আসামি মো: সেলিম মির্জার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেনের নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসামির অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতার-সহ মালামাল উদ্ধারে অভিযান শুরু করেন।

এদিকে গতকাল ২৯ মে সকাল সাড়ে ১০ টায় এই মামলার এজাহার নামীয় মূল আসামি মো: সেলিম মির্জা নিজেকে ডিবি পুলিশ পরিচয়দানের অপরাধে বোয়ালিয়া মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। এসআই মো: আবু হায়দার গ্রেফতারকৃত আসামি সেলিমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে সেলিম অপর আসামি মো: ইমনের কথা প্রকাশ করে। সেলিমের দেওয়া তথ্যমতে সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) এর নেতৃত্বে এসআই মো: আবু হায়দার ও তার টিম আজ ৩০ মে(২৯ মে দিনগত) রাত ১ টায় অপর আসামি ইমনকে গ্রেফতার করে। এসময় তেরখাদিয়া কলেজ পাড়ায় অবস্থিত তার দোকান হতে নতুন ৪ টি ও পুরতান ৫ টি মোট ৯ টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ইমনের দেওয়া তথ্যমতে অপর আসামি জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে। এসময় বহরমপুর বাইপাস রেলক্রসিং-এ অবস্থিত তার দোকান হতে ৮ টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়।

অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন