২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫৫:৪৯ অপরাহ্ন
ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন যুবক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
ফ্রান্সে মোনালিসার চিত্রকর্মে কেক ছুড়ে মারলেন যুবক

বছরে অন্তত ৮০ লাখ মানুষ দেখতে আসেন ছবিটি। দুনিয়ার সব থেকে পরিচিত ও আলোচিত সেই ছবি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’কে কেক ছুড়ে মারলেন এক পরিবেশপ্রেমী।

বুলেটপ্রুফ কাঁচের ঘেরাটোপে থাকার ফলে রেনেসাঁস শিল্পকলার অন্যতম মহান এই নিদর্শনের অবশ্য কোনো ক্ষতি হয়নি। খবর আনাদোলুর।

এ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মোনালিসার সামনে প্রত্যাশামাফিক ভিড়।

দর্শকদের মধ্যে ছিলেন হুইলচেয়ারে বসা এক ‘বৃদ্ধা’ও। হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে মোনালিসাকে লক্ষ্য করে কেক ছুড়ে মারেন তিনি।

ছবির সামনে পুরু বুলেটপ্রুফ কাচে গিয়ে পড়ে সেই কেক। তখন গোটা কাচটাই সেই কেকের ক্রিম লাগিয়ে দেন তিনি। তার পর চারপাশে দর্শকদের দিকে গোলাপফুল ছুড়তে শুরু করেন।

মুহূর্তে ঘটনাস্থলে চলে আসেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীকে ধরে ফেলেন তারা। তখন দেখা যায়, বৃদ্ধা নন, ইনি একজন কম বয়সি পুরুষ। মাথায় পরচুলা ও টুপি।

বৃদ্ধা সেজে, হুইলচেয়ারে চেপে মিউজিয়ামে ঢুকেছিলেন। তবে ল্যুভ্র মিউজ়িয়ামের প্রদর্শনী গ্যালারিতে খাবার নিয়ে ঢোকা নিষিদ্ধ। ফলে ওই ব্যক্তি কীভাবে কেক নিয়ে সেখানে ঢুকে পড়লেন, তা এখনো বোঝা যাচ্ছে না।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার সময়ে ফরাসি ভাষায় চিৎকার করে কিছু বলছেন সেই ব্যক্তি।

পরে জানা যায় তিনি বলছিলেন, ‘পৃথিবীর কথা ভাবুন শিল্পীরা, পৃথিবীর কথা ভাবুন। সব শিল্পীই পৃথিবীর কথা ভাবুন। সে জন্যই আমি এই কাজ করেছি। অনেকে এই পৃথিবীকে ধ্বংস করে ফেলতে চাইছে। সে কথা ভাবুন।’

এই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা না হলেও পুলিশসূত্রে জানা গেছে, তিনি জলবায়ু আন্দোলনের এক কর্মী। বয়স বছর ৩৬।

শেয়ার করুন