১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৩১:১১ অপরাহ্ন
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার আইন মেনে চলা ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, র‌্যাবের বিরুদ্ধে আনা অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ। জবাবদিহি ছাড়া বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই। র‌্যাবকে মানবাধিকার আইন মেনে চলতে হবে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় র‌্যাবকে কার্যকর একটি বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্র দেখতে চায় বলেও জানান পিটার হাস।

পিটার হাস বাংলাদেশের চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে বলেন, সুশাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বাইডেন প্রশাসনের সঙ্গে কথা বলেছে ঢাকা, যা এখনো অব্যাহত রয়েছে।

শেয়ার করুন