২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৭:৪৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মুন্ডুমালা পৌরসভার শ্রদ্ধা নিবেদন
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৩
মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মুন্ডুমালা পৌরসভার শ্রদ্ধা নিবেদন

রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় নানা কর্মসুচির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার একুশের প্রথম প্রহরে ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সাইদুর রহমান। সঙ্গে ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।

এর আগে সকালে পৌরসভা চত্বরে জাতীয় পতাকা উত্তলন এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর হলরুমে আলোচনা সভায় পৌর মেয়র সাইদুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু ও আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারী এবং ওয়ার্ড আ,লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন