১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০২:৩০:১৫ অপরাহ্ন
চারঘাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৩
চারঘাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন এর আয়োজন করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক রাজশাহীর চারঘাটেও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও সোহরাব হোসেন, রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন পরিচালক রেজ্জাকুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল ডিজিএম রঞ্জন কুমার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন, চারঘাট মডেল মসজিদ পেশ ইমাম হাফেজ মওলানা আতিকুর রহমান, মুয়াজিম হাসিবুল হাসান, আব্দুর রাজ্জাকসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা, সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়াম্যানগন,ইমাম, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন